
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর চকবাজার এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাহাবুব আলম’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
বুধবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার থানাধীন ঢাকেশ্বরী মন্দির এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মাহাবুব আলম (৪০), পিতা- মৃত সালাউদ্দিন, সাং- বিক্রমপুর, থানা-লৌহজং, থানা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।