
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ঝিনাইদহের মহেশপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সন্তান খুলনা বিভাগীয় সভাপতি শামসুজ্জামান মিলন। তিনি তাঁর বক্তব্যে হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মব্যবসায়ীদের অপতৎপরতা সম্পর্কে সকলকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা যুগে যুগে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই এ দেশের মাটিতে কোনোদিন উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, ধর্মব্যবসা স্থায়ী আসন গাড়তে পারবে না।
তিনি আরো বলেন, হেযবুত তওহীদের বক্তব্য মাঠে যাওয়ার পর যারা ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করে, স্বার্থ উদ্ধার করে তাদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। তারা হেযবুত তওহীদের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের আজকের এ অনুষ্ঠানটিও তারা বানচাল করতে চেষ্টা করেছিল। এজন্য তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে মিথ্যা তথ্য দিয়েছে, প্রশাসনকে হুমকি দিয়েছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, বাংলাদেশ কারো পৈত্রিক সম্পত্তি নয়। বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানে। তারা মাত্র ৫০ বছর আগে পশ্চিম পাকিস্তানের শাসকশ্রেণির অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এখন আবার আরেকটা লড়াইয়ের মাধ্যমে তারা উগ্রবাদ, সম্প্রদায়িকতা, ধর্মব্যবসা, অপরাজনীতিকে বাংলার মাটিতে কবর দেবে। হেযবুত তওহীদ এ লড়াইয়ে আদর্শের যোগান দিচ্ছে। হেযবুত তওহীদের হাজারো কর্মী এ লড়াইয়ে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। ঝিনাইদহের সাধারণ ধর্মব্যবসায়ীদেরকে প্রত্যাখ্যান ও প্রতিরোধ করেছে। আজকের এই কর্মী সম্মেলনই তার প্রমাণ। ইনশাল্লাহ ভবিষ্যতেও ঝিনাইদহের মাটিতে এদের কোনো জায়গা হবে না।
ঝিনাইদহের সর্বশ্রেণির জনসাধারণকে তিনি হেযবুত তওহীদ সম্পর্কে সঠিক তথ্য অবহিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমরা কী বলি, কী করি তা আমাদের কাছ থেকেই শুনুন। আমরা আপনাদের কাছেই আছি। আমরা ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠা করতে বের হয়েছি। এছাড়া আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য নেই।