Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / টাঙ্গুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ওয়ার্ড সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ওয়ার্ড সম্মেলন

October 22, 2024 09:36:10 PM   উপজেলা প্রতিনিধি
টাঙ্গুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ওয়ার্ড সম্মেলন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টাঙ্গুয়া বাজারের টাঙ্গুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাজিল মাদরাসার মাঠে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় জামায়াতে ইসলামের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের জামায়াতে ইসলামের আমির হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সামিউল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলাম খানসামা উপজেলা। সম্মেলনে জামায়াতের বিভিন্ন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আফতাব উদ্দিন মোল্লা বলেন, "আমরা আল্লাহকে ভয় করে কাজ করি, আল্লাহর জন্য কাজ করি, মানুষের ভোটের জন্য নয়। আপনারা আল্লাহর জন্য কাজ করেন।" এসময় খানসামা উপজেলার জামায়াতে ইসলামের অন্যান্য নেতাকর্মীরাও আলোচনা করেন।