Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁও বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁও বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

October 15, 2024 08:42:37 PM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
জাল, পলো এবং ছোট ছিপ নিয়ে উৎসবের আমেজে মাছ ধরতে জড়ো হয়েছেন শত শত মানুষ। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধের পানি ছেড়ে দেওয়ায় এ উৎসবে মেতে ওঠেন সবাই।

প্রতিবছর বর্ষা মৌসুমে পানি ধরে রেখে শীতের শুরুতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধের গেট খুলে দেওয়া হয়, আর এসময় দূর-দূরান্ত থেকে মানুষ এসে মাছ ধরার এই উৎসবে অংশ নেয়। স্থানীয় প্রশাসনও এই উৎসবকে ইতিবাচকভাবে দেখে থাকে।

জেলা মৎস্য অধিদপ্তর প্রতি বছর এ বাঁধে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে। পরে পানি ছেড়ে দিলে জেলেসহ স্থানীয়রা এসে মাছ ধরেন। মাছ ধরার পর তা পাশের সড়কে বিক্রি করা হয়। দেশীয় প্রজাতির মাছ কেনা-বেচার এ উৎসবে সবাই আনন্দিত।

উৎসবে আসা মানুষেরা জানাচ্ছেন, গত বছরগুলোর তুলনায় এ বছর মাছ কম, তাই দামও তুলনামূলক বেশি। তবে দেশি প্রজাতির রুই, কাতলা, টেংনা, পুঁটিসহ নানা জাতের মাছ পাওয়া যাচ্ছে। মাছ ধরাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় দোকানিরাও তাদের প্রসার সাজিয়ে বসেছেন।

১৯৮২ সালে আচকা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর ওপর এ বাঁধটি নির্মাণ করা হয়, যাতে শুষ্ক মৌসুমে জমিতে চাষাবাদ করা যায়। প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আটকে রাখার পর শীতের শুরুতে এভাবে গেট খুলে দেওয়া হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, এ সময় গেট খুলে দেওয়া হয় এবং মানুষ দূর-দূরান্ত থেকে এসে আনন্দের সঙ্গে মাছ ধরে। প্রশাসনের নজরদারিও থাকে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।