Date: April 28, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ডিবির জালে ব্রিটিশ আমলের কয়েন বিক্রি চক্রের ৬ সদস্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডিবির জালে ব্রিটিশ আমলের কয়েন বিক্রি চক্রের ৬ সদস্য

March 27, 2024 11:39:34 PM   জেলা প্রতিনিধি
ডিবির জালে ব্রিটিশ আমলের কয়েন বিক্রি চক্রের ৬ সদস্য

গাজীপুর প্রতিনিধি:
দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্রিটিশ আমলের কয়েন বিক্রি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৭ মার্চ) দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং লাল টেপে মোড়ানো এক পোটলা কথিত ব্রিটিশ কয়েন জব্দ করা হয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়  মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া শাখা।  ডিবির অভিযানে গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের ত্রিশাল থানার সোনাখালী এলাকার মো. হারুন অর রশিদ (৪৮), মুক্তাগাছা থানার শশরা এলাকার মো. আসলাম মিয়া (৩৫), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মোল্লাপাড়া এলাকার মমিনুর রহমান আকাশ (৪৪), গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও এলাকার মো. মামুন হোসেন (৩৩), শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকার কাসেম আলী (৪৫) ও গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার বাদল খান (৬৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহিন আলম নামে এক ব্যক্তিকে ব্রিটিশ আমলের কয়েন দেবে এবং তার মূল্য ৫ কোটি টাকা বলে লোভ দেখান আটক বাদল খান ও হারুন অর রশিদ। শাহিন আলম ও বাদল খান একই এলাকায় বসবাস করেন। পরবর্তীতে হারুন অর রশিদ প্রতারণা করে শাহিন আলমের কাছ থেকে ১৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শাহিন আলম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় মামলা করেন। পরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি টিম অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা, কেরানীগঞ্জ ও ময়মনসিংহ থেকে এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।