
চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়বুল ইসলামের অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের হাতে তাদের লিখিত অভিযোগ তুলে দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়বুল ইসলাম বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে সরিয়ে নিজেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শুরু করেন। তার বিরুদ্ধে বিদ্যালয়ের সম্পদ লুটপাট, গাছ কর্তন, টিভি, ফ্যান ও অন্যান্য সরঞ্জাম আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও, তিনি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে অসৎ আচরণ করে থাকেন এবং বিদ্যালয়ে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, তিনি নিজের মেয়ের নামে ভুয়া প্রতিবন্ধী ভাতা তুলে আত্মসাৎ করেছেন। অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিভাবক ও ছাত্রীরা একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দিয়ে তার অপসারণের জোর দাবি জানানো হয়।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।