Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / দৈনিক দেশেরপত্রে সংবাদ প্রকাশের পর বীর নিবাসের কাজ শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৈনিক দেশেরপত্রে সংবাদ প্রকাশের পর বীর নিবাসের কাজ শুরু

May 07, 2023 02:45:31 PM   উপজেলা প্রতিনিধি
দৈনিক দেশেরপত্রে সংবাদ প্রকাশের পর বীর নিবাসের কাজ শুরু

জাকির হোসাইন:
সংবাদ প্রকাশের পর জামালপুরের সরিষাবাড়িতে বীর মুক্তিযোদ্ধা আদুর রহমান খাঁন (চাঁন খাঁ) স্ত্রী হেনা বেওয়া’র বীর নিবাসের কাজ পুনঃরায় শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এরআগে ‘১৮ মাসেও আলোর মুখ দেখেনি বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী হেনার বীর নিবাস’ শিরোনামে দৈনিক দেশেরপত্রসহ কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।

জানা যায়, সরকারী আর্থিক সহায়তায় অন্যান্য অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মতো মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খাঁনের পরিবারের নামে একটি বীর নিবাস বরাদ্দ দেয়া হয়। যথাযথ প্রক্রিয়ায় বীর নিবাসটি নির্মানের দায়িত্ব পায় ঠিকাদার রাজু আহম্মেদ। রাজু আহম্মেদ (রাজু ডিলার) বীর নিবাসটির ঠিকাদারী প্রাপ্ত হয়ে সাব কন্ট্রাকের মাধ্যমে শামছুল নামে অপর এক ঠিকাদারকে নির্মাণ কাজ হস্তান্তর করে।  সংশ্লিষ্ট ঠিকাদার বীর নিবাসের ভিটি পর্যন্ত কাজ করে হঠাৎ কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে অসহায় মুক্তিযোদ্ধা পরিবার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের মাঝে বাক বিতণ্ডাও হয়।

ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ করা হয়, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ঠিকাদার রাজু  বীর নিবাস নির্মাণ করায় তীব্র প্রতিবাদ করায় কাজ বন্ধ করে দেয়। ১৮ মাস পেরিয়ে গেলেও বীর নিবাস নির্মাণের কোন পদক্ষেপ না নেয়ায় স্থানীয় ও একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিতের পর সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়ে। গত ৩০ এপ্রিল বীর নিবাসটির কাজ পুনরায় শুরু করা হয়েছে।

এদিকে পুনরায় কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা আদুর রহমান খাঁন (চাঁন খাঁ) এর স্ত্রী হেনা বেওয়া। তিনি সংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।