Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে বিএনপিতে যোগ দিলেন জামাতের দুই কর্মী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে বিএনপিতে যোগ দিলেন জামাতের দুই কর্মী

October 20, 2024 06:35:53 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রামে বিএনপিতে যোগ দিলেন জামাতের দুই কর্মী

পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সহযোগী সংগঠন ওলামা দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কর্মী।

জানা গেছে, গত শনিবার (১৯ অক্টোবর) জোংড়া ইউনিয়নে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ হাসান আলি ও মোঃ ফজলুল হক নামের জামায়াতের ওই দুই কর্মী ওলামা দলে যোগ দেন।

এ বিষয়ে মোঃ হাসান আলি গণমাধ্যমকে জানান, শহীদ জিয়াউর রহমানের জীবনী পড়ে মুগ্ধ হয়ে তিনি জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।