
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার বুড়িচং থানা এলাকায় দৈনিক দেশেরপত্র পত্রিকা বিক্রিতে বাধা ও বিক্রয় প্রতিনিধিকে হয়রানির ঘটনায় অভিযুক্ত বুড়িচং মাতুয়া কমিটির সভাপতি মো. মহসীন মিয়াজী নিজের অপরাধ স্বীকার করে অবশেষে মুচলেকা দিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানা এলাকায় দেবপুর পুলিশ ফাঁড়িতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি নিজের অপরাধ স্বীকার করে মুচলেকা প্রদান করেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধি মো. জারিফ গত ১০ অক্টোবর কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায় ভারেল্লা বাজারে পত্রিকা বিক্রয় করার সময় অভিযুক্ত মহসীন মিয়াজীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মিলে জারিফকে পত্রিকা বিক্রিতে বাধা প্রদান করে এবং পত্রিকাগুলো কেড়ে নেয়ার চেষ্টা করে। জারিফ পত্রিকা দিতে না চাইলে তাকে মারধর করে আহত করে এবং মিথ্যা গুজব রটিয়ে জনগণকে উত্তেজিত করে। পাশাপাশি এই ঘটনার ভিডিও ফেসবুক ইউটিউবে আপলোড করে জনসাধারণকে বিভ্রান্ত করতে থাকে। পত্রিকার বিক্রয় প্রতিনিধি জারিফের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে প্রাণে রক্ষা করে। পরে আহত জারিফ কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমিন তদন্ত করে মামলাটি কুমিল্লা কোর্টে দাখিল করলে আদালত স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য আদেশ দেন।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করার লক্ষ্যে উভয়পক্ষ একত্রিত হয়। এ সময় অভিযুক্ত বুড়িচং মাতুয়া কমিটির সভাপতি মহসিন মিয়াজী তার অন্যায় কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না বলে মুচলেকা প্রদান করেন।