Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশার মাছপাড়ায় আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাংশার মাছপাড়ায় আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

September 09, 2023 08:22:52 PM   উপজেলা প্রতিনিধি
পাংশার মাছপাড়ায় আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পাংশা সংবাদদাতা, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাছপাড়া ডিগ্রী কলেজ মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠি হয়।

এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, জেলা পরিষদের সদস্য গবিন্দ কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সামসুল আলম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস সহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুজাউদ্দিন মৃধা। সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী প্রামাণিক।

সকাল থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, সেচ্ছা সেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেইজটুন নিয়ে মিছিলের সাথে এ কর্মী সমাবেশে যোগ দেন।