Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ফুটবল পেতে ইউএনও’কে যে চিঠি লিখল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাফিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফুটবল পেতে ইউএনও’কে যে চিঠি লিখল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাফিন

September 15, 2023 10:28:29 AM   উপজেলা প্রতিনিধি
ফুটবল পেতে ইউএনও’কে যে চিঠি লিখল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাফিন

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক কোমলমতি শিশু, নাম তার রাফিন হাওলাদার। বিদ্যালয় মাঠে বন্ধুদের নিয়ে ফুটবল খেলবে কিন্তু নেই তাদের ফুটবল। কি করা যায় ভাবছে রাফিন ও তার বন্ধুরা। হঠাৎ রাফিনের মাথায় এলো এবং বন্ধুদের নিয়ে খেলার জন্য রাফিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী বরাবর একটি নিজ হাতে চিঠি লিখল। আর চটপটে একাই সেই চিঠি নিয়ে হাজির ইউএনও কার্যালয়ে রাফিন। ব্যাপার টা শুনে ইউএনও তার অফিস রুমে ডাকেন ওই রাফিনকে। রাফিনও চটপট রুমে ঢুকে নিজ হাতে লেখা চিঠি টা ইউএনওর হাতে তুলে দেন।

চিঠিতে রাফিন লিখে- জনাব, "বিনীত নিবেদন এইযে আমাদের একটি ফুটবল খুবই প্রয়োজন"। আমাদের বন্ধুদের নিয়ে খেলার জন্য"। অতএব স্যারের কাছে আমার আকুল আবেদন যাহাতে একটি বল পেতে পারি তার সু ব্যবস্থা করবেন"।

এদিকে ইউএনও চিঠিটা খুলে পড়তেই আশ্চর্য হয়ে যান। আর কোনও কথা নেই দ্রুত একটি ফুটবল কিনে দ্রুত আবদার পূরণ করেন ইউএনও। ফুটবলটি হাতে পেয়ে যেন রাফিন মহা আনন্দে ভাসছে। তর সৈচেনা আর, কখন গিয়ে বন্ধুদের নিয়ে মাঠে নেমে পড়বে রাফিন। রাফিন যেন ওই মুহূর্তে হাতে চাদ পেয়েছে। তাই দেরি না করেই ইউএনওর কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুদের উদ্দেশ্যে রাফিন আনন্দ উল্লাস করতে করতে হাতে ফুটবল নিয়ে চলে যায়।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ উপজেলা পরিষদে। রাফিন হাওলাদার, বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।