
ফেনীতে মানবাধিকার সংস্থা সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশন এর পক্ষ থেকে ৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে ফেনী শহরের এনসিসি ব্যাংকের ৫ম তালায় নিজস্ব কার্যালয়ে দিবসটি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট নুর হোসেন, এডভোকেট শাহনাজ সাজু। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের ফেনী জেলা সভাপতি এমএ সাঈদ খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক মানুষ স্ব-স্ব অবস্থান থেকে যদি মানবাধিকার মেনে চলেন তাহলে আজকের এই মানবাধিকার দিবসটি সার্থক। দিবস উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে বিশেষ অতিথি এডভোকেট সাহজাহান সাজু বলেন বঙ্গবন্ধুরকে হত্যার মাধ্যমে এদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যার মাধ্যমে এদেশে আবারো মানবাধিকার লংঙ্গিত তো হয়েছে। ২১ই আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করতে গিয়ে তখন ও মানবাধিকার লংঘন হয়েছে গুরুতর ভাবে। বার বার এদেশে মানবাধিকার লংঘন হয়েছে। তাই সময় হয়েছে আর যেন কোন ভাবে মামবাধিকার লংঘন না হয় সে দিগে মানবাধিকার আন্দোলনের কর্মীদেরকে সজাগ সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন মানিক চেয়ারম্যান বলেন, মানবাধিকার ভুলি উড়িয়ে বড় বড় দেশগুলো আজ মানবাধিকার লংঘন করছে। ফিলিস্তিনে হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করে চরমভাবে মানবাধিকার লংঘন করছে ইসরাইল সহ মানবতার ফেরিওয়ালারা। শুধু বক্তব্য দিলেই মানবাধিকার রক্ষা হবে না সবাইকে এগিয়ে আসতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন,মানবাধিকার ও সাংবাদিক এমএ দেওয়ানী, বিশিষ্ট সাংবাদিক ফেনী জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী মাছুম বিল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ও ফেনী জেলা মানবাধিকার SHRE সহ-সভাপতি এমএম দুলাল ভূঁইয়া সহ ফেনী জেলা মানবাধিকার SHRE জয়েন্ট সেক্রেটারি দৈনিক দেশেরপত্র ফেনী জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মজনু। দিবসের অনুষ্টানটি সঞ্চালনা করেন জনাব ফেনী জেলা মানবাধিকার সংস্থা SHRE জেনারেল সেক্রেটারি এমএ আজাদ।