
রংপুর প্রতিনিধি:
বিএনপি জামায়াত যেখানেই নৈরাজ্যে কারার জন্য সমাবেশ করবে সেখানে জনগণেকে স্বস্তিতে রাখতে শান্তি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপি দেশের মানুষকে বিভ্রান্ত করে দৃশ্যমান উন্নয়ন নিয়ে মিথ্যাচার করার চেষ্টা করছে। তাই দেশের মানুষ তাদের আর বিশ্বাস করে না।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে মহানগর আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
রংপুর মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক ডা: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত শান্তি সমাবেশে মির্জা আজম আরও বলেন, গত ১৪ বছরে আওয়ামীলীগ সরকার দেশে অনেক দৃশ্যমান উন্নয়ন করেছে। পদ্মা সেতু দক্ষিণ বঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন ২ থেকে ৩ ঘন্টায় ঢাকার সাথে দক্ষিন বঙ্গের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে এই পদ্মা সেতু। রাজধানী ঢাকায় ব্যস্তময় শহরে সহজ যোগযোগে স্বস্থি এনেছে মেট্রোরেল। এই সবকিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করতে ইভিএম নিয়ে মিথ্যাচার শুরু করেছে বিএনপি। তাদের এই মিথ্যাচারে বাংলার জনগণ আর কর্ণপাত করে না। তাই দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বিএনপির সকল মিথ্যাচারের জবাব দিতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
রংপুরে সদ্য অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের পরাজয়ের গ্লানি মুছে ঘুরে দাঁড়াতে এবং দলকে সুসংগঠিত করতে জেলা ও মহানগর আ'লীগের নতুন নেতৃত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধ করবে বলে আমরা আশাকরি।
শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবুল আওয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ।