Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক ওরিয়েন্টেশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

বিরামপুরে জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক ওরিয়েন্টেশন

October 22, 2024 07:35:34 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক ওরিয়েন্টেশন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিরামপুর উপজেলায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের নির্ধারিত টিকা কেন্দ্রে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। বিনামূল্যে টিকা পেতে আগ্রহীদের www.vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, "বাল্যবিবাহ, কম বয়সে সন্তান প্রসব, একাধিক যৌনসঙ্গী, ধূমপায়ী, যেসব নারী প্রজনন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এবং সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেননি, তাদের জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। এজন্য কিশোরীদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি লক্ষ্য রেখে যেন নির্ধারিত বয়সের কোনো কিশোরী এইচপিভি টিকা গ্রহণ করা থেকে বাদ না পড়ে, সেজন্য শিক্ষকদের ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান জানান।