Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

October 15, 2024 08:42:18 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। পরে দিবসটির তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডলসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।