মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জ জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ইসলামে নারী জাগরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় মানিকগঞ্জ জেলা সদরের শহীদ রফিক সড়ক সংলগ্ন সাংস্কৃতিক বিপ্লবী সংঘ মিলনায়তনে ‘জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা ও ধর্মব্যবসা, নিয়ে বাড়াবাড়ি বিরুদ্ধে নারী জাগরণ’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত।
জেলা হেযবুত তওহীদের নারী সম্পাদক রেহানা আক্তারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা।
সভার প্রধান অতিথি আয়েশা সিদ্দিকা তার বক্তব্যে রসূল (সা.) এর সময় ইসলামে নারীদের অবদান ও অবস্থান তুলে ধরেন। এ সময় পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে মানুষ অন্যায়, জুলুম, রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধে জর্জিত উল্লেখ করে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই কাজে পুরুষের পাশাপাশি নারীরাও ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় নারী সম্পাদক তাসলিমা ইসলাম, আশুলিয়া থানা নারী বিষয়ক সম্পাদক ফাহিমা মহসিন, অনলাইন প্রচার সম্পাদক নুসরাত জাহান প্রমুখ।