Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাজবাড়ী ডিবির অভিযানে সাংবাদিক পরিচয়ধারী দুই মাদকব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজবাড়ী ডিবির অভিযানে সাংবাদিক পরিচয়ধারী দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

May 14, 2023 05:33:48 PM   উপজেলা প্রতিনিধি
রাজবাড়ী ডিবির অভিযানে সাংবাদিক পরিচয়ধারী দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে সাংবাদিক পরিচয়ধারী দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার প্রেস লেখা আইডি কার্ডসহ হাতে-নাতে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার সোয়া ৪ টার দিকে সজ্জনকান্দা হোটেল পার্ক (আবাসিক হোটেল) এর সামনে হতে এই দুই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আদা বাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের এবিএম গোলাম মোস্তফার ছেলে আবু সাইদ বিন মোস্তফা(২৫), ও একই ইউনিয়নের গোড়লা গ্রামের মো. মোয়াজ্জেম ইসলামের ছেলে মো. সুমন ইসলাম(২৫)।

গ্রেফতারের সময়, মাদকব্যবসায়ীকদের নিকট থাকা প্রেস লেখা হিরো হাঙ্ক মোটরসাইকেল যাহার নম্বর-ঢাকা মেট্রো ল-৪৩-১০৪৪, সাংবাদিক পরিচয় বহনকারী দৈনিক সন্ধা বাণী পত্রিকার আইডি কার্ডসহ ৩৭ হাজার ৫ শত টাকা মূল্যের ১৫ বতল ফেনসিডিল জব্দ করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, সাংবাদিকতা নেহাতই একটি মহৎ পেশা। সাংবাদিকতার মাধ্যমে দেশ, জাতি ও সমাজের অসংগতি তুলে ধরে একটি সুন্দর সুশৃংখল দেশ, জাতি ও সমাজ উপহার দেয়। আটককৃত এই দুই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে আসামী আবু সাইদ বিন মোস্তফা এই মহৎ পেশার আড়ালে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসতেন বলে স্বীকার করে। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে এবং এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।