Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রৌমারীতে বন্যায় ফসল ও সড়কের ব্যাপক ক্ষতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রৌমারীতে বন্যায় ফসল ও সড়কের ব্যাপক ক্ষতি

October 21, 2024 08:35:19 PM   উপজেলা প্রতিনিধি
রৌমারীতে বন্যায় ফসল ও সড়কের ব্যাপক ক্ষতি

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ বছর দ্বিতীয় বারের মতো কুড়িগ্রামের রৌমারীতে সৃষ্ট বন্যায় ফসল ও সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন কৃষকরা। তাদের পুনর্বাসন না করলে কৃষিখাতে মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্লাবিত এলাকার রান্তাঘাট, রোপা আমন ও শাকসবজির বাগান ধ্বংস হয়ে গেছে। সরকারি দপ্তরগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এসব খাতে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ১২ কোটি টাকা। এর মধ্যে কৃষি অধিদপ্তরের হিসাব অনুযায়ী, কৃষি ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি ৫৭ লাখ টাকা এবং স্থানীয় সরকার বিভাগের ১৪টি রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা।

এ ছাড়া, স্থানীয় অনেক উদ্যোক্তা ও বসতবাড়ির সার্বিক ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। রৌমারীতে কৃষি বিভাগের আওতায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি ৫৭ লাখ টাকা। এসব খাতে ক্ষতিগ্রস্থদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে বলে জানিয়েছেন উপজেলা কর্মকর্তারা।

কৃষকদের পুনর্বাসন করা না হলে কৃষিখাতে মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "বন্যা পরবর্তী অবস্থায় উপজেলার কৃষি অবস্থার যে তথ্য জানানো হয়েছে, তার তথ্যমতে রৌমারীতে আবাদকৃত ১ হাজার ১০৫ হেক্টর রোপা আমন সাম্প্রতিক বন্যায় নিমজ্জিত হয়েছিল।"

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, এ উপজেলায় পুকুরের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০টি। এর মধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে ২১৫টি।