Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / শূন্যরেখায় বেড়া দিলো বিএসএফ, সীমান্তে উত্তেজনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শূন্যরেখায় বেড়া দিলো বিএসএফ, সীমান্তে উত্তেজনা

January 12, 2025 12:51:59 PM   অনলাইন ডেস্ক
শূন্যরেখায় বেড়া দিলো বিএসএফ, সীমান্তে উত্তেজনা

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে কোনো প্রকার অবহিত না করেই এই বেড়া স্থাপন করায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে।

গত শুক্রবার (১২ জানুয়ারি) বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তে প্রায় অর্ধকিলোমিটার জায়গাজুড়ে লোহার অ্যাঙ্গেলে তৈরি খুঁটির সঙ্গে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফের কাজ বন্ধ করতে বাধা দেয়। কিছু সময়ের জন্য কাজ বন্ধ থাকলেও পরে কয়েকশো বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিক নিয়ে আবার কাজ শুরু করে ভারতীয় বাহিনী।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, “সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেয়া হয়েছিল। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”

বিএসএফের বেড়া নির্মাণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিজিবি ও বিএসএফ উভয় পক্ষের অতিরিক্ত সৈন্য মোতায়েনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখায় স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। তা সত্ত্বেও বিএসএফ শূন্যরেখার শেষ প্রান্তে বেড়া নির্মাণ করেছে।

বিষয়টি নিয়ে দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আশা করছেন সংশ্লিষ্টরা।