Date: April 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান রাকিব আলী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান রাকিব আলী

July 03, 2022 07:48:24 AM  
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান রাকিব আলী

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চান শান্তিগঞ্জ উপজেলার আলোচিত সাহিত্যিক রাকিব আলী। নির্বাচনে বিজয়ী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান বলে জানান তিনি।

রাকিব আলীর গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে। শিক্ষাজীবনে তিনি মুরাদপুর আনোয়ারুল উলূম মাদ্রাসা, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরমা হাইস্কুল এন্ড কলেজ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও সিলেট মেডিক্যাল ইনস্টিটিউট পড়াশোনা শেষ করেছেন।

রাকিব আলী জানান, আমি এরআগেও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আমার বয়স কম হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারি নি। এখন নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে শান্তিগঞ্জ উপজেলাকে একটি আদর্শবান মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। শুধু তাই নয়, অন্ধকে পথ দেখাতে চাই, জ্ঞানহীনকে বুঝাতে চাই, ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে চাই এবং সমাজের কুসংস্কার প্রথা দূর করে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে চাই উপজেলার প্রত্যেকটা এলাকায়।

তিনি আরও বলেন, “মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, আর্তমানবতার সেবায় কল্যাণে কথা বলা” -এই মানবতাই ধর্ম। মানবতা, ভ্রাতৃত্ব, একতা, শান্তিশৃঙ্খলা সর্বক্ষেত্রেই ইসলামের অনুশাসন খুবই প্রয়োজন আছে। আমি চাই রাজনৈতিক অঙ্গণটাও যেনো ধর্মীয় ভাবধারায় প্রতিষ্ঠিত হয় এবং আরও যেনো সুদৃঢ় হয়। সেজন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে শান্তিগঞ্জ উপজেলাবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।বলেন, টাকা আমাকে কখনও সুখ দিতে পারে নি, আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার মাঝে আমি যে সুখ খুঁজে পেয়েছি। তাই আমি আপনাদের সকলের কাছে ঋণী।

আগামীতে অত্র এলাকার মানুষের পাশে থাকতে পারেন এজন্য সকলের সমর্থন ও দোয়া প্রার্থনাও করেন তিনি।