Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সোনাইমুড়ী উপজেলার শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোনাইমুড়ী উপজেলার শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

January 01, 2024 12:35:59 PM   জেলা প্রতিনিধি
সোনাইমুড়ী উপজেলার শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিষয় ভিত্তিক অষ্টম-নবম শ্রেণির শিক্ষকদের নুতন কারিকুলাম বিস্তরণে চলমান প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসায় গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট সাত দিন ধরে চলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শেষ হয় এই প্রশিক্ষণ কার্যক্রম।

জানা যায়, সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ‘ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমে’র আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এই প্রশিক্ষণ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন, কোর্স কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল্লাহ মুনির এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. এমরান হোসেন। এই সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতির দায়িত্ব পালন করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কানিজ ফাতেমা। মনিটরিং অফিসার হিসাবে পরিদর্শনে আসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর রেজাউল করিম এবং নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন সোনাইমুড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসাবে পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন সুজন।

sonaimuri 1
সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন বলেন, সোনাইমুড়ী উপজেলার ইআইআইএন প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৬৬৩ জন শিক্ষক এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যাদেরকে প্রশিক্ষণ প্রাদান করেছেন ৩১ জন মাস্টার ট্রেইনার। শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ নিয়ে আগামীতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের যোগ্যতাভিত্তিক এই নতুন কারিকুলাম অনুসারে পাঠদান করাবেন। এই প্রশিক্ষণ তাদের পাঠদানের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকবৃন্দ বলেন, প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাদের বিভিন্ন ঘাটতি পুরণ হচ্ছে। শিক্ষার্থীদের পাঠদান থেকে শুরু করে মূল্যায়ন পর্যন্ত নানা ক্ষেত্রে সহায়ক হবে এই প্রশিক্ষণ। সর্বোপরি এই প্রশিক্ষণ শিক্ষকদের আরো গতিশীল করবে। নতুন কারিকুলাম বিস্তরণে যে ১১টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেগুলো হলো- বাংলা, ইংরেজি, গণিত, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, ইতিহাস ও সমাজ বিজ্ঞান, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বিজ্ঞান এবং জীবন জীবিকা। প্রশিক্ষণ চলাকালে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রায় গিয়ে দেখা গেছে তিন তলা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষে শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। মাল্টিমিডিয়া এবং প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণে অংশ নেওয়া নারী-পুরুষ শিক্ষকরাও মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া চাষীর হাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  রাকিবুল বান্না জানান, নতুন কারিকুলাম আগামী বিশে^র চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলবে। নতুন কারিকুলাম সম্পর্কে ভ্রান্ত তথ্য উপস্থাপন ও অপপ্রচারের ব্যাপারে সঠিক তথ্য কী হবে সে ব্যাপারে অনেক শিক্ষক মণ্ডলীও অবগত ছিলেন না, এই প্রশিক্ষণের মাধ্যমে সেটা পরিষ্কার হয়েছে। শ্রেণি কক্ষে শিখনকালীন মূল্যায়নের বিষয়ে শিক্ষকরা দক্ষ্যতা এবং আন্তরিকতার সাথে পরিচালনা করতে পারলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। নতুন কারিকুলামের উদ্দেশ্য ও লক্ষ্য সফল হবে। এই কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করাতে পারলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এগিয়ে যাবে বলে ওই শিক্ষক বিশ্বাস করেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া নান্দিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নিলুফার ইয়াসমিন জানান, নতুন কারিকুলাম নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছিল। কিন্তু এই প্রশিক্ষণ সব ধারণা পরিবর্তন করে দিয়েছে। এই প্রশিক্ষণ শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। শিক্ষার্থীদের কীভাবে পাঠদান করানো হবে প্রশিক্ষণের মাধ্যমে ভালোভাবে ধারনা পেয়েছে।

নোয়াখালী জেলা স্কুলের সহকারী শিক্ষক মো. আবু বকর সিদ্দিক যিনি প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেন, তার কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ জন শিক্ষক রয়েছে। মাল্টিমিডিয়াসহ নানা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণে। নতুন কারিকুলাম বিস্তরণে নানাভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে লব্ধজ্ঞান শ্রেণিকক্ষে তাদের পাঠদানে সহায়ক হবে। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় এই শিক্ষাক্রমের বিকল্প নেই। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার যে লক্ষ্য সরকার নিয়েছে তা বাস্তবায়নের পথে দেশকে এক ধাপ এগিয়ে নেবে এই নতুন শিক্ষাক্রম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে না, গাইড বই কিনতে হবে না।