এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান জানিয়েছে সরকার। বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ নিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের সনদে সই করার আহ্বান জানানো হয়েছে।”
এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে এনসিপির শীর্ষস্থানীয় চার নেতা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছান। উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
এ সাক্ষাৎকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদলও যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়কের ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে দলীয় ব্যক্তিদের থাকলে তাদের অপসারণের দাবি তোলেন।
রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, জুলাই সনদে এনসিপির সম্ভাব্য স্বাক্ষর দেশের চলমান রাজনৈতিক আলোচনাকে আরও নতুন দিকে মোড় দিতে পারে।