
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার অন্তর্গত ঠেনঠেনিয়া বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু। ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কর্মীসমাবেশ শেষে দলীয় কার্যালয় উদ্ধোধন করেন তিনি।
গট্টি ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হায়দার মোল্যার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সহ-সভাপতি ফজলুল মতিন বাদশা, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, আওয়ামীলীগ নেতা আবু জাফর মোল্যা, নুরুদ্দীন মাতুব্বর, যুবলীগ নেতা বাদল হোসেন প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগ নেতা পাবেল রায়হান।
এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন আমাদের এমপি লাবু চৌধুরী। এব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। তাই সকল দ্বিধাদন্দ ভুলে আমাদের সবাইকে নৌকার বিজয়ের লক্ষে কাজ করতে হবে। তাহলেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচন খুব গুরুত্বপুর্ন, এই নির্বাচনে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের একসাথে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে জামাত-বিএনপি ক্ষমতা আসলে দেশে অরাজকতা বেড়ে যাবে তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করুন। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই আবারো নৌকা মার্কায় ভোট দিবেন।