Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সীতাকুণ্ডে আগুন : চমেকসহ দুই হাসপাতালে ভর্তি ১৮৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সীতাকুণ্ডে আগুন : চমেকসহ দুই হাসপাতালে ভর্তি ১৮৫

June 05, 2022 03:04:52 PM   নিজস্ব প্রতিনিধি
সীতাকুণ্ডে আগুন : চমেকসহ দুই হাসপাতালে ভর্তি ১৮৫

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের।
আগুনের ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক। এর মধ্যে গুরুতর আহত ১৮৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও নগরীর পার্ক-ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী। 
সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী  বলেন, আগুনে দগ্ধ রোগীরা শনিবার গভীর রাত থেকেই হাসপাতালে আসছেন। তবে সকাল থেকে রোগী আসার পরিমাণ বেড়েছে। এখন পর্যন্ত ১৩৫ জন দগ্ধ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে আইসিইউতে পাঠানো হয়েছে।  
তিনি বলেন, রোগীর সংখ্যা বাড়তে থাকায় আমরা নগরীর বেসরকারি হাসপাতালেও ভর্তি করা হচ্ছে। এর মধ্যে নগরীর পার্ক-ভিউ হাসপাতালে এখন পর্যন্ত ৫০ জন রোগীকে ভর্তি করা হয়েছে। প্রয়োজনে নগরীর অন্য বেসরকারি হাসপাতালেও রোগী ভর্তি করা হবে। 
উল্লেখ্য, গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
ঘটনার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ইউনিট আরও বাড়ানো হয়। সবশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন।