Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুরে ১৪টি কলেজের ১২টি থেকে জিপিএ-৫ পেয়েছে ১,০৯৭ জন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুরে ১৪টি কলেজের ১২টি থেকে জিপিএ-৫ পেয়েছে ১,০৯৭ জন

October 17, 2024 07:31:16 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে ১৪টি কলেজের ১২টি থেকে জিপিএ-৫ পেয়েছে ১,০৯৭ জন

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দিনাজপুর বোর্ডের অধীনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে ১২টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১,০৯৭ জন।

এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩ জন, মানবিক বিভাগে ১১৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। এবারের পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য পেয়েছে তিনটি কলেজের পরীক্ষার্থীরা। প্রতিষ্ঠানগুলো হলো- সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।

এদিকে, সৈয়দপুরের তিনটি নারী বিদ্যাপীঠের মধ্যে শতভাগ পাসের সেরা সাফল্য এবং জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলায় নবম হয়েছে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সৈয়দপুরে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, যেখানে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩৪ জন, মানবিকে ৫৯ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৭ জন জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, যা থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। তৃতীয় অবস্থানে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ, যেখানে বিজ্ঞানে ১৩৯ জন, মানবিকে ১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া, সৈয়দপুর সরকারি কলেজ থেকে ১৫৬ জন, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ৫১ জন, এবং অন্যান্য কলেজগুলো থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেছেন, “আমরা এবারের ফলাফলে আনন্দিত। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য আমরা সবসময় তাদের সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকি।”