Date: May 17, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ২৯ তারিখ থেকে পুরো দেশ থাকবে সেনাবাহিনীসহ ৭ লক্ষাদিক নিরাপত্তার বলয়ে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

২৯ তারিখ থেকে পুরো দেশ থাকবে সেনাবাহিনীসহ ৭ লক্ষাদিক নিরাপত্তার বলয়ে

December 20, 2023 11:27:45 PM   জেলা প্রতিনিধি
২৯ তারিখ থেকে পুরো দেশ থাকবে সেনাবাহিনীসহ ৭ লক্ষাদিক নিরাপত্তার বলয়ে

অবাধ সুষ্ঠু  সুন্দর ও গ্রহণযোগ্যতা নির্বাচন উপহার দিতে নিরাপত্তার পরিবেশ বজায় রাখতে ২৯ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত পুরো দেশে সেনাবাহিনী, বিজিবি, বেটালিয়ান আনসার সহ ৭ লক্ষাধিক বাহিনী মোতায়েন করা হবে। এর আগে কখনও এতো বাহিনী  আর মোতায়েন করা হয়নি। ফেনীতে বুধবার ২০ তারিখ সাংবাদিকদের মুখোমুখি জবাবে একথাগুলো বললেন নির্বাচন কমিশনার জনাব আনিসুর রহমান। 
এর আগে সকালে ফেনী জেলার নির্বাচনী প্রার্থী সহ সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের  কর্মকর্তাগণের  সহিত এক মতবিনিময় সভা মিলিত হন তিনি।

বিকেলে গণমাধ্যম কর্মীদের সাথে মুখোমুখি বসেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে  তিনি আরো বলেন আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা  অবাথ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করবো। আপনারা হয়তো জানেন এবার আমরা ভোটের দিন সকাল বেলাই ব্যালেট পেপার কেন্দ্র কেন্দ্রে  পৌঁছিয়ে দিবো। এবার সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্টিত হবে সবাই ভোট দিতে আসবেন।

ভোটারদেরকে কেন্দ্রে আনার দায়িত্ব আমাদের না। ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। ফেনীতে ২১ জন প্রার্থী আছে। প্রার্থী যত বেশি ভোটার ততো বেশি হবে। ভোটার যতো বেশি আসবে নির্বাচন ততোবেশি সুস্থ ও অংশগ্রহণমূলক হবে।আমাদের কমতি নেই। আমরা মনে করি এই ভোট আমরা ভালো বললে হবেনা বহিবিশ্বে গ্রহণযোগ্যতা পেতে হবে। ভালো ভোট না হলে আমাদের সামনের ভবিষ্যৎ খুব একটা ভালো হবেনা।

ভালো ভোট না প্রার্থীরা এমপি হয়ে ভালো কিছু করতে পারবেন না। সরকার গঠন হবে কিন্তু  পরবর্তীতে  বিধি নিষেধ আসলে কেউ ভালো থাকতে পারবোনা। তাই অবাধ ও সুষ্ঠ নির্বাচন করা ছাড়া কোন গত্যন্তর  নেই। ১ বছর ১০ মাস দায়িত্ব পালন করে যাচ্ছি । নিরপেক্ষ থাকার যতটুকু থাকার ততটুকু দেখিয়ে গেছি। আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা গাইবান্ধা নির্বাচন দেখেছেন প্রয়োজনে সব জায়গায় গাইবান্ধা মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের কাছে সবাই এক সমান প্রার্থী। যারা নির্বাচনে অংশগ্রহণ করেননি 
৩৪ টি নিবন্ধিত দল আছে সবাইকে অনুরোধ করেছি ভোটে আসার জন্য
তাদেরকে আমরা বার বার অনুরোধ করেছি। এও বলেছি প্রয়োজনে তফসিল পরিবর্তন করবো। ভোটে আসা না আসা তাদের দায়িত্ব আমাদের বলার কিছুই নাই।সকালে মতবিনিময় সভায়  জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা  সহ বিভিন্ন বাহিনীর প্রধান গণ উপস্থিত ছিলেন।