
আশিকুর রহমান:
ব্যাটারি চালিত অটোরিক্সা ধাক্কায় ৭ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত শিশু হোসাইন(৭) মাদ্রার ছাত্র ছিল।
রবিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগের নছের মার্কেট এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সা শিশু হোসেনকে ধাক্কা দেয়।
অটোরিক্সার ধাক্কায় আহত হোসনকে এলাকাবাসী চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনায় নিহত শিশু হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার রহিমপুর গ্রামের মোহাম্মদ লিচু মিয়ার ছেলে। নিহত মাদ্রাসার ছাত্র হোসেন দীর্ঘদিন যাবত বাবা-মার সাথে কোনাবাড়ীর নছের মার্কেট এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। সে বসবাসরত এলাকার মদিনাতুল কুরআন মাদ্রাসার ছাত্র ছিল বলে পরিবার সূত্রে জানা যায়।
পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানায়, মাদ্রাসা ছুটির পর হোসাইন ওই এলাকার রাস্তা ধরে যাওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হোসেনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক অটোরিক্সা ও চালকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে খবর দেয়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিক্সা এবং চালক আটক রয়েছে।