
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের বিজয় র্যালি বা উল্লাস না করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১০ মে) তাঁর সরকার গঠনের ৪ বছর পূর্তি উপলক্ষে বাজপেয়ী ভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের বিজয় উৎসব, র্যালি বা উল্লাস করা উচিত নয়। জয়ী প্রার্থীদের মন্দির বা নামঘরে গিয়ে আশীর্বাদ নেওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় মন্ত্রী ও বিধায়কদের গণনা কেন্দ্র থেকে দূরে থাকার অনুরোধ জানান।
এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচিত জনপ্রতিনিধিদের সাম্প্রদায়িক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সকলকে একজোট থাকতে হবে।