Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতার কাজ দিনের পরিবর্তে রাতে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতার কাজ দিনের পরিবর্তে রাতে

October 23, 2024 07:57:20 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতার কাজ দিনের পরিবর্তে রাতে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযানে এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দিনের পরিবর্তে রাতের বেলায় পরিচ্ছন্নতার কাজ চলছে। পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পৌর মেয়র ও কাউন্সিলর অপসারণের পর থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর, ১ অক্টোবর থেকে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম রাতের বেলায় পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রয়েছে। শহরের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জনসমাগম ও ব্যস্ততা থাকা সত্ত্বেও, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং সুপারভাইজার আকবরসহ অন্যান্য স্টাফরা এই সময়ে কাজ করছেন।

পৌর কর্মচারী পরিষদের নেতা তোজাম্মেল জানান, নতুন প্রশাসকের নির্দেশেই এই রাতের পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। পীরগঞ্জ পৌরসভার প্রধান সহকারী নূর মোহাম্মদ বলেন, পরিবেশ বান্ধব চিন্তাধারার অংশ হিসেবে প্রশাসক এই কার্যক্রম শুরু করেছেন।

পৌরসভা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ১৯৮৯ সালে পীরগঞ্জ পৌরসভা তৃতীয় শ্রেণীতে প্রতিষ্ঠিত হয় এবং পরে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। এই প্রথমবার পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচ্ছন্নতা কাজের তদারকির দায়িত্বে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাগরিকদের উদ্দেশ্যে একটি নোটিশে জানানো হয়েছে যে, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি, অফিস আদালতের ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং দিনের বেলায় আর কোনো পরিচ্ছন্নতার কাজ করা হবে না। নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রমিজ আলম এই উদ্যোগের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

যদিও পীরগঞ্জ থানার সামনে বর্ষা মৌসুমে পানি জমে থাকতে দেখা যায়, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।