
আনোয়ার হোসেন:
ফেনী পৌর সভার উদ্যোগে সরকার নির্ধারিত ৬৬৫ টাকা ধরে প্রতি কেজি গরুর গোস্ত বিক্রি হচ্ছে। সকাল থেকে বিপুল সংখ্যক ক্রেতা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বহুপ্রতীক্ষিত ৬৬৫ টাকা ধরে গরুর গোস্তো নিতে দেখা গেছে।
অনেক ক্রেতার অভিযোগ, স্বজন প্রীতি হচ্ছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে কিন্তু টোকেন পাচ্ছিনা আমাদের পরে এসেও সবার আগে গোস্ত নিয়ে চলে যেতে দেখেছি।
এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত একজন বলেন, সবাই পাবে এখানে স্বজন প্রীতি বলতে কিছুই নেই। ধৈর্য ধরতে হবে সবাইকে।
ফেনী পৌর মেয়র স্বপন মিয়াজি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের নাগরিকের কথা বিবেচনা করে ফেনীর পিটিআই মাঠে প্রতিদিন এই সরকারি নির্ধারিত মূল্যে গরুর গোস্ত বিক্রি করা হবে। সবাই যেন স্বাচ্ছন্দ মতে নির্বিঘ্নে গরুর গোস্তো পেতে পারে সে ব্যবস্থা এই মাঠে করা হয়েছে।
তবে একটু কম মূল্যে মাংস পাওয়া অনেককে খুশি দেখা গেছে।