Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বেরোবিতে ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেরোবিতে ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

May 17, 2025 08:40:06 PM   অনলাইন ডেস্ক
বেরোবিতে ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে, ২০২৫) ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। বেলা ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ সময় মোট পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৭৪.৭৮%।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রশ্নপত্রে ভুল থাকার কারণে পুনরায় এই ইউনিটে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা রংপুরে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। তিনি এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান, পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হাসান, ঢাবি সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা।