Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত

November 03, 2024 11:20:29 AM   উপজেলা প্রতিনিধি
সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পতাকা উত্তোলনের পর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ সাইদুজ্জামান, সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, সালথা থানা পুলিশের এসআই সমিত কুমার মজুমদার, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রাজ্জাক আলী, এবং উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সমবায় সমিতির সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম শেখ।

আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়নে সমবায়ের ভূমিকা, সংগঠন ও সদস্যদের উন্নতির সুযোগ, এবং সমবায়ের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা নিয়ে কথা বলেন।