
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশনে ১৬ দিন পর আবারও ট্রেন আটকিয়ে দিয়েছে ছাত্র সমাজ ও সাধারণ জনতা।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর থেকে এক যুগের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী আলাউদ্দিন নগর রেল স্টেশনে অনৈতিকভাবে সকল কমিউটার ট্রেনের স্টপেজ বন্ধ থাকায় স্টেশনটি পুনরায় চালুর দাবিতে স্থানীয় জনতা মানববন্ধন করে। তারা পার্বতীপুর থেকে লালমনিরহাট হয়ে বুড়িমারীগামী কমিউটার ট্রেনের গতিরোধ করে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ প্রদর্শন করে।
রেল কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে আন্দোলনকারীরা তখন তাদের কর্মসূচি তুলে নেয়, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না আসায়, ২ অক্টোবর বুধবার বেলা ১১টা ২০ মিনিটে আবারও ছাত্র সমাজ ও সাধারণ জনতা একই ট্রেনের গতিরোধ করে।
রেল কর্তৃপক্ষের নতুন মৌখিক আশ্বাসে, স্টেশনটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত প্রতিটি ট্রেন দুই মিনিট করে স্টপেজ দেওয়ার ঘোষণা দেওয়া হলে, আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। পরবর্তীতে বেলা ১২টা ১৫ মিনিটে কমিউটার ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ বিষয়ে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।