
শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারে খেজুরের এক কেজির প্যকেটে ৯০০ গ্রাম পাওয়ায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১০ ঘটিকার সময় পালং বাজারের ফলপট্টিতে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে পালং বাজারের ফল ব্যবসায়ী ফয়সাল স্টোরের মালিক মোহাম্মদ জাহিদকে প্রতি কেজি খেজুর ক্রয় অনুযায়ী ২৫০ টাকা লাভে বিক্রি করায় এবং প্যাকেট খেজুরে প্রতি কেজির স্থলে ৯০০ গ্রাম পাওয়ায় নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পালং বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করে পুরো রমজান মাসে আমদানি অনুযায়ী সহনীয় পর্যায়ে বিক্রি করার নির্দেশ দেন।