Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

May 07, 2025 07:54:01 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

রংপুরের কাউনিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান এসব সহায়তা বিতরণ করেন।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদবাগ ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন, ইউপি সদস্য কাওসার আহমেদ, রাজধানী টিভি ও দৈনিক সকালের বাণীর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক কালবেলা'র উপজেলা প্রতিনিধি জসিম সরকার, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জহির রায়হান প্রমুখ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।