
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, মিথ্যা ফতোয়ার বেড়াজালে নারীকে বন্দি, বৈষম্য দূর এবং নারীর প্রকৃত অধিকার, মর্যাদা ফিরিয়ে দিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ।
শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলার সুরক্ষা হাসপাতাল সংলগ্ন হেযবুত তওহীদের উপজেলা শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেযবুত তওহীদের কুমিল্লা দক্ষিণ জেলা নারী সম্পাদক পপি আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার ইতি। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন হেযবুত তওহীদের নারী বিভাগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ফাতেমা কবির।
মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন, “আজ সারা পৃথিবীময় অন্যায়-অবিচার অশান্তি বিরাজ করছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে ইসলামিক নেতাদের বাড়াবাড়ির ফলে পৃথিবী আজ অশান্তিময়। একশ্রেণির আলেমদের ফতোয়ার বেড়াজালে নারী সমাজ আজ গৃহবন্দী। সক্ষমতা থাকা সত্বেও জাতির এ সঙ্কটে অবদান রাখতে পারছে না নারীরা। এ সময়ের প্রয়োজনে তাদেরকে এ বেড়াজাল ভেঙ্গে বেড়িয়ে আসতে হবে। জাতিকে রক্ষা করতে নারীদের কার্যকরী ভূমিকা রাখতে হবে ঠিক যেমনটা করেছিল রাসুলুল্লাহর সময় বীরাঙ্গনা নারীরা। বিভিন্ন দল মত ফেরকা পরিহার করে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামী ভূমিকা রাখতে হবে।”
কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সাবেক সহকারী নারী সম্পাদক কুলসুম আক্তার লিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সহকারী নারী সম্পাদক আয়েশা ইসলাম, নাঙ্গলকোট উপজেলা নারী বিষয়ক সম্পাদক হ্যাপি আক্তার, লাকসাম উপজেলা আইটি সম্পাদক রেহানা রহমান।