
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
"মশার আবাসস্থল ধ্বংস করি মশা মুক্ত বাংলাদেশ গড়ি "এই স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী ওয়ালটন প্লাজার উদ্যোগে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর ওয়ালটন প্লাজার উদ্যোগে র্যালী বের করা হয়।
র্যালিটি কালিয়াকৈর ওয়ালটন প্লাজা হতে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন,-কালিয়াকৈর ওয়ালটন প্লাজার ম্যানেজার সাজেদুল ইসলাম,সহকারী ম্যানেজার আজমত আলী ও সার্ভিস সেন্টারের ম্যানেজার আশরাফ আলী প্রমুখ।
কালিয়াকৈর ওয়ালটন প্লাজার ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, দেশে ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে ডেঙ্গু হতে বাঁচতে এবং এডিস মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সে কারণে জনসচেতনতা বৃদ্ধিকল্পে ওয়ালটন এ কর্মসূচি হাতে নিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কি করে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ করা যায় সে বিষয়ে ধারণা প্রদান করেছি। সেই সাথে গ্রামের মানুষদের আমরা এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি।