Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি রাজু ও সম্পাদক ফারুক পুনরায় নির্বাচিত - দৈনিক দেশেরপত্র - মানবতার...

কুড়িগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি রাজু ও সম্পাদক ফারুক পুনরায় নির্বাচিত

March 05, 2024 07:45:46 PM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি রাজু  ও সম্পাদক  ফারুক পুনরায় নির্বাচিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক ফারুক। রাজু জাতীয় দৈনিক জনকণ্ঠ ও একাত্তর টেলিভিশনের এবং আব্দুল খালেক ফারুক দৈনিক কালের কণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি হিসাবে কাজ করছেন। প্রেস ক্লাবের সদস্য ৩৫জন।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের শামসুল হক মিলনায়তনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চূড়ান্ত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন নিবার্চন কমিশনার এবং দৈনিক মানবজমিন ও করতোয়া’র প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু। এসময় উপস্থিতি ছিলেন নির্বাচন কমিশনের সদস্য নাজমুল হোসেন ( যমুনা টেলিভিশন) ও প্রেসক্লাবের সদস্যগণ।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের ২০২৪-২৫ খ্রি : সময়ে দুই বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নির্বাচনে তফশিল অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায়  চুড়ান্ত প্রার্থীরা হলেন, সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট (বাংলাদেশ প্রতিদিন ও আরটিভি), তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা (দৈনিক সময়ের আলো), যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার (আলোকিত বাংলাদেশ ও দৈনিক সকালের কাগজ), কোষাধ্যক্ষ রেজাউল করিম (দৈনিক জাগো বাহে), দপ্তর সম্পাদক এম রহমান রঞ্জু (দৈনিক ভোরের ডাক), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির সূর্য (নিউজ টুয়েন্টিফোর টিভি ও দৈনিক সংবাদ), সমাজ কল্যাণ সম্পাদক কে,এম গোলাম রব্বানী (ডেইলি নিউএইজ), সাহিত্য সংস্কৃতি সম্পাদক লাইলী বেগম (দি সাউথ এশিয়ান টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ (স্বদেশ প্রতিদিন), কার্যকরী সদস্য হারুন উর রসিদ হারুন (ডেইলি মর্নিং অবজারভার), ফজলে ইলাহি স্বপন (ইত্তেফাক), মো. শফিকুল ইসলাম বেবু (বাংলাভিশন ও ইনকিলাব) ও আব্দুল ওয়াহেদ (যায়যায়দিন)।