Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ

February 25, 2025 07:56:37 PM   অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ

খাগড়াছড়ি সংবাদদাতা:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কাছ থেকে পাহাড়ি-বাঙালি সবাই নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি।” এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “জাতির আকাঙ্ক্ষার প্রতীক তারেক জিয়া।”

তাই আমরা তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

সভাপতি ওয়াদুদ ভূইয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। তিনি দ্রুত নির্বাচন ঘোষণার দাবিও জানান।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবু ইউসুফ চৌধুরী, রবিন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এসএম আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজা, জেলা কমিটির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিধি, যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী কোহিলি দেওয়ানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। জেলার ৯টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত সমাবেশে যোগ দেন।