
আনোয়ার হোসেন:
ফেনীর ফুলগাজী উপজেলা মুন্সির হাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্যর সন্ধানে হাজার বানর ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছে। কৃষকদের জমিতে হানা দিয়ে ফল ফসলাদী ব্যাপক ক্ষতিসাধন করছে। বানরের অতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলে খাবার না পাওয়ায় খাবার খোঁজে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে বানরগুলো। বানরের অত্যাচারে গ্রামবাসীর ব্যাপক উদ্যেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। বানরগুলো ফসলী জমি সবজি বাগান পাশাপাশি ঘরে ঢুকে রান্না করা খাবার খেয়ে ফেলতেছে।
এ প্রসঙ্গে সদর বন বিভাগের রেঞ্জ অফিসার জানান, আগুন জ্বালিয়ে ধোয়া দিয়ে ভয় ভীতি দেখিয়ে বানরগুলোকে তাড়াতে হবে। এদেরকে মারা যাবে না। এ বিষয়ে সচেতন করার জন্য সীমান্ত এলাকার গ্রামগুলোতে আমরা লোক পাঠাবো।