
আশিকুর রহমান, গাজীপুর:
কানাডার ভিসা সম্পর্কে ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল একটি প্রতারক চক্র। দীর্ঘদিন যাবত প্রতারক চক্রের সদস্যরা কানাডার জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে -এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গাজীপুর মহানগরের বাসন থানা ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকা থেকে কানাডায় মানব পাচার ও জাল ভিসা প্রস্তুতকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
গ্রেফতারের সময় প্রতারক চক্রের সদস্যের নিকট থেকে এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা, দুইটি মোবাইল ও প্রতারণার অর্থে ক্রয়কৃত ছাপ্পান্ন হাজার টাকার মূল্যের একটি সোনার চেইন উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর থানার মুশরুত দুলিয়া গ্রামের মোঃ মানিক হোসেনের ছেলে মোঃ মোস্তাকিম খান(২০) ও একই এলাকার মোঃ জয়নাল আবেদীন এর ছেলে মোঃ জুয়েল ইসলাম (২৬)।
বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগর ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মুহাম্মদ কামাল হোসেন। তিনি আরো জানান, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে ফেসবুকে কানাডার ভিসা সম্পর্কে লোভনীয় বিজ্ঞাপন দেয়। তাদের দেয়া বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই তাদের সাথে যোগাযোগ করে। আগ্রহীদের সাথে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্রয়কৃত বিদেশী নাম্বার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতো। যোগাযোগকারীদের কানাডার ভিসা প্রাপ্তি ও যেতে আগ্রহীদের আবেদনের জন্য প্রতারক চক্রের নিজস্ব ওয়েবসাইট দেয়া হতো। এসব সাইটে প্রতারক চক্র আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার, নাম, ঠিকানা তাদের কাছ থেকে নিয়ে পূর্বেই এন্ট্রি করে রাখতো। যার ফলে কানাডা যেতে আগ্রহী এইসব ভিকটিমদের তথ্য এ সকল ওয়েব সাইটে দেখা যেত এবং তারা ভাবতো তাদের ভিসা কনফার্ম হয়েছে। প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এ সকল ব্যক্তিদের একটি জাল ভিসার ছবি দেখাতো এবং বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নিতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বাসন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।