
আশিকুর রহমান:
ট্রাকযোগে হেরোইন পাচারকালে দেড় কোটি টাকার মূল্যের হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশ। শনিবার বিকেলে মহানগরীর সদর থানাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ গেইটের সামনে থেকে এ মাদক উদ্ধার করা হয়। এ সময় হেরোইন বহনকারী ট্রাকও আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জন জেলার বালিয়া থানার বালুগ্রাম এলাকার মোঃ আল-আমিনের ছেলে মোঃ ফাহাদ হোসেন(২৭) ও একই এলাকার মোঃ সেমাজুল ইসলামের ছেলে মোঃ সাফাত হোসেন (২০)। গ্রেফতারকৃত ফাহাদ হোসেনের নামে পূর্বেও মাদক মামলা রয়েছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(অপরাধ উত্তর) খাইরুল আলম।
রবিবার দুপুরে জিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক ট্রাকের ড্রাইভিং সিটের পেছনে ব্যাকসিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত থাকা ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দেড় কোটি টাকা। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে তিনি আরো জানান, উদ্ধারকৃত হেরোইন চাপাইনবয়াবগঞ্জের সীমানাবর্তী এলাকা থেকে সংগ্রহ করে গাজীপুরে বিক্রির উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল। হেরোইনের সাথে আরো জড়িতদের গ্রেফতারেরপুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের এসি ফাহিম আসজাদ, সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম।