
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ফেন্সিডিল বোতলসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে Rab-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। গত শনিবার(২মার্চ) গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার জননী এক্সপ্রেসের সামনে থেকে তিন’শ চল্লিশ পিস ফেন্সিডিলের বোতলসহ মানিকা মিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে Rab-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া(২২) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ফলগাছা এলাকার ছাদেক আলীর ছেলে। বর্তমানে সে গাজীপুর মহানগরের কাশিমপুরের কাজিরমার্কেট এলাকায় বসবাস করে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মানিক মিয়া দেশের বিভিন্ন জায়গা থেকে মাকদদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে