Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে নিরাপত্তা কর্মীদের বেঁধে গার্মেন্টসে ডাকাতি, ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

গাজীপুরে নিরাপত্তা কর্মীদের বেঁধে গার্মেন্টসে ডাকাতি, ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার

October 23, 2024 07:06:46 PM   উপজেলা প্রতিনিধি
গাজীপুরে নিরাপত্তা কর্মীদের বেঁধে গার্মেন্টসে ডাকাতি, ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে একটি গার্মেন্টস কারখানার মালামাল ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার সকালে বাসন ও কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুন্ঠিত ৫০ লক্ষ টাকা মূল্যের ৬ টন কাপড় ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা টাঙ্গাইল, জামালপুর এবং যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেফতার ডাকাতরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মোঃ জয়েন উদ্দিনের এর ছেলে আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত সোহরাব হোসেনের ছেলে মোঃ জীবন মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের মোঃ রফেতুলা মিয়ার ছেলে মোঃ হাসান মিয়া (৪৫) এবং যশোর জেলার মনিপুর থানার মহাতবনগর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ ইসরাফিল হোসেন নয়ন(২৫) এবং যশোর জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ রাজিব হোসেন (২৪)।

বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ অক্টোবর ইউরো নিট ওয়্যার লিমিটেড নামক একটি কারখানায় নিরাপত্তা কর্মীদের বেঁধে ৬ টন কাপড় ডাকাতি করে গ্রেফতারকৃতরা। ঘটনার পর কারখানার ম্যানেজার খান মিরদাদ আলী গাছা থানায় মামলা দায়ের করেন।

গাছা থানার এসআই ফোরকান মোল্লা জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা ডাকাতির কাপড় কোনাবাড়ী থানাধীন নওছের মার্কেট এলাকার আলী আকবর নামক এক কাপড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পরে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত পাঁচ ডাকাত সহ  লুন্ঠিত ৫০ লক্ষ টাকা মূল্যের কাপড় উদ্ধার করা হয়।