Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পুলিশকে সহায়তা করা নিয়ে শত্রুতার জেরে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন, গ্রেফতার ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

পুলিশকে সহায়তা করা নিয়ে শত্রুতার জেরে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন, গ্রেফতার ৪

March 12, 2024 05:41:36 PM   জেলা প্রতিনিধি
পুলিশকে সহায়তা করা নিয়ে শত্রুতার জেরে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন, গ্রেফতার ৪

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের বাসন থানাধীন পেয়ারা বাগানে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনার রহস্য উদঘাটন ও এ ঘটনায় জড়িত ৪জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে রংপুর জেলাধীন পীরগঞ্জ এলাকা হতে আসামী সুমন মিয়া (৩৪), আসলাম (৩৪) ও মোঃ ফজলু ওরফে তোতলা ফজলু (৩২) এবং গাজীপুর হইতে আসামী সোহেল রানা (২৫) কে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ৯ মার্চ ভোর অনুমান ৬টা ২০ মিনিটিরে সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে জিএমপি বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান সাকিনস্থ ভিএন্ডআর গার্মেন্টসের গলিতে জনৈক মনিরের টিনশেড বাড়ির পেছনে ড্রেনের উপর একজন ব্যক্তিকে বিভৎসভাবে মাথা, পা এবং হাত কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে কব্জি একটি বাঁশের সাথে বেঁধে রেখে গেছে। সংবাদ পেয়ে বাসন খানার মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচ্ছিন্ন হাতের কব্জি উদ্ধার করে ভিকটিম মোঃ মাসুদ রানা (৩৫) কে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম মোঃ মাসুদ রানা (৩৫) এর ভাই মোঃ রাজিব মিয়া ভিকটিমের নিকট থেকে বিস্তারিত শুনিয়া বাদী হয়ে এজাহার দায়ের করে। বাদীর এজাহারের প্রেক্ষিতে বাসন থানায় মামলা রুজু করা হয়।

ঘটনার সহিত জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম-সেবা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মোঃ খায়রুল আলম এর নির্দেশনায় সহকারি পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ এর নেতৃত্বে এসআই মোঃ মতিউজ্জামান, এএসআই মোঃ ইব্রাহিম ও ফোর্সের সমন্বয়ে বাসন থানার একটি টিম গঠন করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চার আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, ভিকটিম মোঃ মাসুদ রানা (৩৫) আসামী সুমন মিয়া এবং আসলামকে গ্রেফতারী পরোয়ানা মূলে বাসন থানা পুলিশকে গ্রেফতারের সহায়তা করায় তাদের শত্রুতা সৃষ্টি হয়। সেই শত্রুতার জের ধরে গত ০৯ তারিখ ভোর অনুমান ০৬.১০ ঘটিকার সময় আসামী সোহেল রানা এর মাধ্যমে ভিকটিম মোঃ মাসুদ রানাকে বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান সাকিনস্থ ভিএন্ডআর গার্মেন্টসের গলিতে মনিরের টিনশেড বাড়ির পেছনে ড্রেনের উপর ডেকে নিয়ে আসামীরা ভিকটিমকে এলোপাথারি কুপাইয়া মাথার বাম পাশ, দুই পা এবং বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। গ্রেফতার পরবর্তী আসামী সুমন মিয়ার স্বীকারোক্তি এবং তাহার দেখানো মতে ১২ মার্চ মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান সাকিনস্থ ভিএন্ডআর গার্মেন্টসের গলি মনিরের টিনশেড বাড়ির পেছনে ড্রেনের ভিতর হইতে উক্ত ঘটনার ব্যবহৃত ০২টি ধারালো দা উদ্ধার করা হয়।