Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গোমনাতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গোমনাতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

September 20, 2024 09:08:26 PM   উপজেলা প্রতিনিধি
গোমনাতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চিলাহাটি প্রতিনিধি:
নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানপাট ও সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তারা জানান, মাছহাটি এবং কাঁচামাল হাটির মাঝখানে দোকানগুলোতে আগুন ধরে। চিলাহাটি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস লিডার নুর আলম সিদ্দিকী সংবাদ সারাবেলাকে জানান, রানার চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ৮টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।