Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চাঁদাবাজির মামলায় এমপি দবিরুল কারাগারে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদাবাজির মামলায় এমপি দবিরুল কারাগারে

October 03, 2024 06:52:27 PM   উপজেলা প্রতিনিধি
চাঁদাবাজির মামলায় এমপি দবিরুল কারাগারে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে ভূমি দখল ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক রহিমা খাতুন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দবিরুল ইসলাম বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, এবং জমি দখলসহ একাধিক মামলা রয়েছে। গত ২ অক্টোবর রাতে বালিয়াডাঙ্গী থানার একটি চাঁদাবাজি মামলায় রুহিয়া থানার রামনাথ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলুকে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়ার পর তাকে পেটানো হয়। এই ঘটনার ভিত্তিতে ৩ সেপ্টেম্বর দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে, একই মামলায় তার ছেলে, সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী এবং শিক্ষার্থী হত্যার অভিযোগেও মামলা দায়ের হয়েছে।