Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটিতে মাদ্রাসার শিক্ষকের বিচারের দাবিতে ছাত্রদের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটিতে মাদ্রাসার শিক্ষকের বিচারের দাবিতে ছাত্রদের মানববন্ধন

September 09, 2024 08:02:48 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটিতে মাদ্রাসার শিক্ষকের বিচারের দাবিতে ছাত্রদের মানববন্ধন

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটি জে.ইউ ফাজিল মাদ্রাসার শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ছাত্র-ছাত্রীরা চিলাহাটি জে.ইউ ফাজিল মাদ্রাসার শিক্ষক ইলিয়াস হোসেনের বিচারের দাবি জানান।

বক্তারা বলেন, ইলিয়াস হোসেন একজন শিক্ষা অনুপযোগী শিক্ষক, ছাত্র নির্যাতনকারী, স্বেচ্ছাচারিতাকারী এবং বৈষম্য ছাত্র আন্দোলনের বিরোধিতা করছেন। সম্প্রতি চিলাহাটি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে অধ্যক্ষের কাছে যান। তখন শিক্ষক ইলিয়াস হোসেন ছাত্রদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের অফিসে গিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এক পর্যায়ে অধ্যক্ষ জাকির হোসাইন মাদ্রাসার প্যাডের ওপর শিক্ষক ইলিয়াস হোসেনকে দুই বছরের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।