
সংবাদদাতা: গাজীপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলরপ্রার্থী ও রানিং কাউন্সিলর মো. নাসির উদ্দিন মোল্লার একটি ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচনের আগের রাত থেকে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আপনারা যারা ৭ ও ৯ নাম্বার ওয়ার্ডের আমরা যারা কাউন্সিলর আছি তাদের নিয়ে চিন্তা না করে শুধুমাত্র জাহাঙ্গীর ভাইকে নিয়ে চিন্তা করেন। ......... আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আমাদের ভোট দেন বা না দেন, কোনো দাবি নাই, কোনো অভিযোগ নাই, আল্লার কসম জাহাঙ্গীর সাহেবকে নৌকা দিক, কলাগাছ দিক, যে মার্কাই দিক আপনারা জাহাঙ্গীর সাহেবকেই ভোট দিব। শুধু আমরা মেয়র জাহাঙ্গীরের সাথে আছি। .........”
এদিকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নৌকা বা কলা গাছ যে মার্কাই দিক না কেন এমন মন্তব্য নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। এই কাউন্সিলরের উদ্ধত্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
জানা যায়, এর আগেও কাউন্সিলর হয়েও একাধিক উদ্ধত্যমূলক কর্মকাণ্ড করে সমালোচিত হয়েছেন মো. নাসির উদ্দিন মোল্লা। এর আগে মঞ্চে মাতাল হয়ে নেচে ব্যাপক সমালোচিত হয়িছিলেন তিনি।
তবে এ ব্যাপারে বক্তব্য নিতে মো. নাসির উদ্দিন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
ভিডিও লিংক : https://fb.watch/kKOfnbYHnT/?mibextid=Nif5oz