
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
উত্তরের সীমান্তবর্তী চিলাহাটি রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। বিশেষ করে দ্বিতীয় প্লাটফর্ম শেড, ওয়াশ ফিট, বর্ডার গেট, এবং স্টেশন ইয়ার্ডের আলোকসজ্জার কাজ বন্ধ রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যাসেল কনস্ট্রাকশন এই কাজ বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের চিলাহাটি থেকে সরিয়ে নিয়েছে এবং কাজের অগ্রগতি পুরোপুরি থমকে আছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ পুনরায় স্থাপনের জন্য ২০১৮ সালে চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ এবং চিলাহাটি স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু হয়েছিল। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বেশিরভাগ কাজ সম্পন্ন করলেও ক্যাসেল কনস্ট্রাকশন তাদের দায়িত্বপ্রাপ্ত অংশে অনিয়ম এবং ধীরগতিতে কাজ করেছে। দীর্ঘ এক মাস ধরে কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
ক্যাসেল কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার সলেমান আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি সাড়া দেননি।